বিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অক্টোর মাসে সংঘটিত অপরাধের চিত্র তুলে ধরা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই অক্টোবর-২০২১ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সঙ্গে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশি¬ষ্ট মাসের তুলনামূলক খাতওয়ারী অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালোচনা করে সভাপতি আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সহকারী পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপঃ নাসরিন জাহান এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হেডকোয়ার্টার্স প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস্ মোহাম্মদ এনামুল হক, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. এইচ.এম সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপঃ এন্ড প্রসিকিউশন মো. মোকতার হােসেন, উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার ডিবি মো. মনজুর রহমানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধি, নৌ-পুলিশের প্রতিনিধি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর প্রতিনিধি, পিবিআই প্রতিনিধি, শেবাচিম হাসপাতালের প্রতিনিধিসহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।